Uncategorized

ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার কাছে পণ্যের তথ্য জানান দেওয়া    বর্তমানে বেশিরভাগ সময় মানুষ ব্যয় করে থাকে অনলাইনে     ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে    এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ    ডিজিটাল মার্কেটিং হচ্ছে এক কথায় অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর মূল লক্ষ্য হচ্ছে ব্যবসা প্রচার এবং প্রসার       দিন দিন ব্যবসা ধরণ চেঞ্জ হচ্ছে ব্যবসার ডিজিটাল হচ্ছে এবং প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে      এজন্য পণ্যের ডিজিটাল মার্কেটিং করে এবং সেবা কাস্টমারের নিকট পৌঁছে দেয়াটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে         যেটা শুধু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সম্ভব নির্দিষ্ট সেবা নির্দিষ্ট কাস্টমের নিকট পৌঁছে দেওয়া        প্রচলিত মার্কেটিং অপেক্ষার ডিজিটাল মার্কেটিং সময় ও টাকা সাশ্রয়ী কেউ যদি অল্প সময়ে অটেন্সের নিক তার পণ্যের মার্কেটিং করতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং এর বিকল্প নেই      ডিজিটাল মার্কেটিং এ এড রানের মাধ্যমে কাস্টমারের চাহিদা অনুযায়ী পণ্যের শো করানো যায়            এটা ফিজিকাল মার্কেটিং এর সম্ভব নয় কারণ এটা অনেক ব্যয়বহুল এবং অনেক লোক বলে দরকার হয় এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রত্যেকের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট এর সব করা সম্ভব নয়      আপনারা যদি ডিজিটাল মার্কেটিং এ ভালো মানের অ্যাড রান করতে পারেন তাহলে আপনাদের পণ্যের রিস বাড়তে থাকবে     সব কিছুরই প্রকারভেদ রয়েছে তেমন ডিজিটাল মার্কেটিং এর পকেটভেট রয়েছে আমরা ডিজিটাল মার্কেটিং কে দুই ভাগে ভাগ করতে পারে এক অনলাইন মার্কেটিং ২ অফলাইন মার্কেটিং       সাধারণত আমরা ডিজিটাল মার্কেটিং বলতে বুঝি অনলাইন মার্কেটিং অনলাইন মার্কেটিং এর মধ্যে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন মার্কেটিং কন্টেন মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং এফিলি অ্যাট মার্কেটিং ইমেইল মার্কেটিং ইত্যাদি      আর অফলাইন মার্কেটিং এর মধ্যে রয়েছে রেডিও মার্কেটিং টেলিভিশন মার্কেটিং ফোন মার্কেটিং আমরা রেডিও টেলিভিশন এবং ফোনের মাধ্যমে যেসব এড গুলো দেখে থাকি বা মার্কেটিং করে থাকি এগুলো মূলত অফলাইন  মার্কেটিং নামে পরিচিত      ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অপরিসীম ডিজিটাল মার্কেটিং এ বিভিন্ন    সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হচ্ছে এটা যেমন সম্ভাবনাময় তেমন চ্যালেঞ্জিং এটা আপনার দক্ষতার উপর নির্ভর করবে আপনি জেনে অবাক হবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এটার উপর ডিগ্রী দেওয়া হচ্ছে          অনেকের ডিজিটাল মার্কেটিং এর উপর মাস্টার্স করতেছে এটা যেমন বর্তমানেও চাহিদা রয়েছে এবং ভবিষ্যতে এটা আরো বাড়বে      তরুণরা ডিজিটাল মার্কেটিং কে ক্যারিয়ার হিসেবে নিতে বেশি সাছন্দ বোধ করে বিশ্লেষণ করে দেখা গেছে যে ডিজিটাল মার্কেটিং তুলনামূলক শিক্ষার সহজ এবং এটার ক্যারিয়ার অনেক ভালো সহজেই এই সেক্টর থেকে ইনকাম করা যায় এছাড়াও আপনি ডিজিটাদিন দিন তরুণ উদ্যোক্তার সংখ্যা বাড়ছে এবং প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে এটার জন্য প্রচার ও প্রসারণ বৃদ্ধি করার জন্য প্রত্যেকে একজন ডিজিটাল মার্কেটে দরকার হবে তাহলে নিজের কাজ নিজেই করতে পারবেনল মার্কেটিং শিখে নিতেই নিজের প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবেন তরুণ উদ্যোক্তা হতে পারবেনভালো মানের মার্কেটিং শিখতে পারলে কাদের ক্ষেত্রে নিয়ে চিন্তা করতে হবে না ছোট ছোট দোকান থেকে শুরু করে বিদেশি কাস্টমারদের সাথেও আপনি কাজ করতে পারবেন        এছাড়াও আপনি ফ্রিল্যান্সিং শিখে ছোট ছোট কাজ করে প্রথম থেকে কিছু ইনকাম করতে পারবেন       ডিজিটাল মার্কেটিং এর সম্ভাবনার দ্বার বিশাল ডিজিটাল মার্কেটিং করে বিভিন্ন দেশে মান্থলি দুই থেকে তিন লাখ টাকা করে ইনকাম করতে পারছে বাংলাদেশি টাকায় এছাড়াও আপনি ছোট বড় কাজ করে অনেক ভাবে ইনকাম করতে পারেন                      

      বিশ্বায়নের ফলে আমাদের পৃথিবী হাতের মুঠোয় চলে আসতেছে এবং এটার মূল চালানো শক্তি হচ্ছে ইন্টারনেট তাই আমরা ইন্টারনেটকে কাজে লাগার মাধ্যমে আমরা ইনকাম করতে পারি এটা সবচেয়ে বড় সম্ভাবনাময় দিক     ডিজিটাল মার্কেটিং    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019 - 2024 Digital Marketing Solution and Research Agency. All Right Reserved. | Design & Development By :- Digital Marketing Solution and Research Agency.